মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে জোটে আমরা নেই’

নিজস্ব প্রতিবেদক

গত ৯ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘নতুন জোট ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির বিষয়ে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ওইসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে প্রকাশিত প্রতিবেদনে ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে জোটের সঙ্গে তাদের সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। আমরা এ জোটে নেই। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে এসে যারা ইসলামী আন্দোলনকে জড়িয়ে জোট গঠনের সংবাদ প্রচার করছেন তা সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কোনো জোটের সঙ্গে নেই। ইসলাম ও দেশের স্বার্থে আলেম উলামাদের নিয়ে যে কোনো আন্দোলনে সংগঠনটি প্রস্তুত। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ আরমান বলেন, আমরা ২০ দলীয় জোটে আছি, ২০ দলীয় জোটেই থাকব। ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে জোটে যাওয়ার প্রশ্নই আসে না। খেলাফত মজলিসের আমির  মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের আমিরকে জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সর্বশেষ খবর