বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রবৃদ্ধির দেশ’

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকবে। যেখানে চীন চলে যাবে তৃতীয় অবস্থানে। এবার শীর্ষস্থানটি দখল করবে ভারত। বাংলাদেশের মোট দেশজ উত্পাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ। একই হারে প্রবৃদ্ধি অর্জন করে ভিয়েতনাম বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় অবস্থানে থাকবে। শীর্ষস্থান অর্জনের পথে ভারতের প্রবৃদ্ধি হবে ৭.৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান ব্লুমবার্গ ২০১৬ সালের বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করে বিভিন্ন দেশের প্রবৃদ্ধি অর্জনের হার নিয়ে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে গত সোমবার।

সর্বশেষ খবর