মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখবেন চীনা পাঁচ সাবেক রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে একসঙ্গে ঢাকা সফরে আসছেন চীনের সাবেক পাঁচ রাষ্ট্রদূত। তারা গত দুই দশকে বিভিন্ন সময়ে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্বপালন করে গেছেন। সক্রিয় ভূমিকা রেখেছেন বাংলাদেশের উন্নতিতে। এখন সরেজমিন ঘুরে দেখবেন বাংলাদেশের অগ্রগতি। যাবেন নির্মাণাধীন পদ্মা সেতু ও অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের চার দশক পূর্তি উপলক্ষে দুই দেশের ধারাবাহিক সফর বিনিময়ের অংশ হিসেবেই এ ব্যতিক্রম কর্মসূচি। জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৮ বছরে চীনা রাষ্ট্রদূত ছিলেন এমন পাঁচজন কূটনীতিক ২৪ থেকে ২৮ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন। তারা হলেন— ১৯৯৭-২০০০ পর্যন্ত দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত ওয়াং চুং গুই, ২০০০-২০০৩-এর রাষ্ট্রদূত হু জিয়ান ওয়েন, ২০০৩-২০০৭ পর্যন্ত থাকা চাই শি, ২০০৭-২০০৯ পর্যন্ত থাকা ঝেং জিন দিয়ান ও ২০০৯-২০১৩ এর ঝেং শিয়ানই। সাবেক এই রাষ্ট্রদূতরা এখন পেশাদার কূটনীতি থেকে অবসর নিলেও চীনা বিভিন্ন থিংক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। অবশ্য সর্বশেষ ২০১৩-২০১৪ সাল পর্যন্ত রাষ্ট্রদূত থাকা লি জুন আসছেন না। তিনি বর্তমানে সহকারী মন্ত্রীর পদমর্যাদায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নীতি নির্ধারকের দায়িত্বে আছেন। এ সফরে পররাষ্ট্র দফতরকে সহায়তা করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস্)। ২৬ জানুয়ারি বিস্ আয়োজিত ‘বাংলাদেশ ও চীন : অংশীদারিত্বের ৪০ বছর’ শীর্ষক সিম্পোজিয়ামে অংশ নেবেন অতিথি এই সাবেক রাষ্ট্রদূতরা। তারা কমলাপুরে ধর্মরাজিক বৌদ্ধ বিহার, পদ্মা সেতু এলাকাসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব,   সেতু সচিব ও অর্থনৈতিক সম্পর্ক সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক বছরব্যাপী দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ের সফর বিনিময় ও যৌথ কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ‘চাইনিজ ইনস্টিটিউট অব ফরেন এফেয়ার্স’ এর আমন্ত্রণে চীনে দায়িত্ব পালনকারী বাংলাদেশের সাতজন সাবেক রাষ্ট্রদূত চীন সফর করেছেন। তারা হলেন— সাবেক রাষ্ট্রদূত ফারুক  সোবহান, সি এম শফি সামী, একেএম ফারুক, হুমায়ুন আখতার কামাল, ইফতেখার করিম, মুন্সী ফয়েজ আহমেদ ও আজিজুল হক। এবার আসছেন চীনা রাষ্ট্রদূতরা।

সর্বশেষ খবর