শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হয় খেয়াল রাখতে হবে : আইজি

নিজস্ব প্রতিবেদক

সবার সঙ্গে ভালো আচরণ ও সুসম্পর্ক গড়ে তুলতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তবে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, আমরা সেবা ও গণমুখী পুলিশিং ব্যবস্থা চালু করেছি। এই ধর্ম প্রত্যেক পুলিশের মধ্যে থাকতে হবে। জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ দুটিই চ্যালেঞ্জ। এ বিষয়ে পুলিশের সব সদস্যদের সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্সে আছে।

 আলেম সমাজকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। জঙ্গিবাদ সমাজে ধ্বংস নিয়ে আসবে সেটি জনগণকে বুঝতে হবে। এর আগে তিনি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৪ জন পুলিশ সদস্যকে আইজি’জ ব্যাজ প্রদান করেন। এ ছাড়া শিল্ড প্যারেড, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি।

সর্বশেষ খবর