রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘সহযোগী সংগঠনের অনেকেই আন্দোলনে ছিলেন না’

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামী লীগের অনেক সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছরের সংগ্রামে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন না। এ সংগ্রামে তাদের কোনো অবদানও নেই। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

তারা বলেন, একটি স্বাধীন দেশে এখনো স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়। এটি আমাদের দুর্ভাগ্য। মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করা প্রয়োজন। পাকিস্তানের চক্রান্ত এখনো থামেনি বলে উল্লেখ করে বক্তারা বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ খবর