শিরোনাম
বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে কারখানার ৪ শ্রমিক এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ও ঝুঁকির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় এ দিন ছুটি ঘোষণা করা হয়। আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা মালেকের বাড়ি এলাকার লাবিব গ্রুপের ম্যাট্রিক্স সোয়েটার কারখানার সকালের শিফটের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য কারখানা এলাকায় জড়ো হচ্ছিল। এ কারখানায় প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে। শ্রমিকরা কারখানায় প্রবেশের আগে সকাল সোয়া ৭টার দিকে ওই কারখানা ভবনের অষ্টম তলার একটি গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। বহুতল ওই কারখানা ভবনে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, চার দিন আগে একই কারখানার অভ্যর্থনা কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে নিজেরাই আগুন নিভিয়ে ফেলে।

সর্বশেষ খবর