বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মান্নার মুক্তি চান ডাকসুর সাবেক ছাত্রনেতারা

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি করেছেন ডাকসুর সাবেক ছাত্রনেতারা। ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর ব্যানারে সাবেক এই নেতারা গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এই বিবৃতিতে মান্নার মুক্তি দাবি করে বলা হয়েছে, অনেক দিন ধরে ‘মিথ্যা ও বানোয়াট’ অজুহাতে মাহমুদুর রহমান মান্না কারাগারে আটক রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ। মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে এ সরকার মূলত একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে। ভিন্ন মত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়। ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে পরিণাম শুভ হয় না, ইতিহাস এরই সাক্ষ্য দেয়। বিবৃতিতে অবিলম্বে মান্নার সুকিচিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন সাবেক ছাত্রনেতা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুত্ফর রহমান, সালাউদ্দিন তরুন ও আসাদুজ্জামান।

রাজশাহী বারের যৌথ বিবৃতি : মান্নার মুক্তি দাবিতে যৌথভাবে বিবৃতি দিয়েছেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের ৭৩ জন আইনজীবী। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, বিনা বিচারে মাহমুদুর রহমান মান্নাকে আটক রাখা হয়েছে। গণতান্ত্রিক রাজনীতি চর্চায় তার আপসহীন ভূমিকা সর্বত্রই সমাদৃত। তাকে আটক করে নির্যাতন চালানোর ফলে অসুস্থ হয়ে পড়া মান্নার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তারা অবিলম্বে মাহমুদুর রহমান মান্নাসহ সব রাজবন্দীকে মুক্তি দিয়ে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন সমিতির সিনিয়র সহসভাপতি এ কে এম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক, মো. হামিদুল হক, এমদাদুর রহমান, লোকমান আলী, মাইনুল আহসান পান্না প্রমুখ।

সর্বশেষ খবর