রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পুলিশ সদস্যদের সিএমপি কমিশনারের সতর্কবার্তা

হাত উঁচিয়ে পাঠ করান শপথবাক্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কর্মরত কোনো পুলিশ সদস্যের অতি বাড়াবাড়ি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কমিশনার আবদুল জলিল মণ্ডল। এ সময় পুলিশ সদস্যদের মানুষের সেবা করার আহ্বান জানান। শুক্রবার রাতে নগরীর দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি। সভায় সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় আটশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় কমিশনার পুলিশ সদস্যদের হাত উঁচিয়ে শপথবাক্য পাঠ করান। সিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের ক্ষমতা সীমিত ও আইনানুগ। লাঠি-বন্দুক উঁচু করবেন না। এটা কখনো কাম্য নয়। সিএমপিতে খারাপের কোনো স্থান নেই। সবাই নজরদারিতে রয়েছেন। শুধু আমাদের নয়, মিডিয়ার চোখও পুলিশের ওপর আছে। কারও অতি বাড়াবাড়ি সহ্য করা হবে না। মাটির সঙ্গে মিশে মানুষকে সেবা দিতে হবে।’

রাতে সতর্কতার সঙ্গে টহল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাতের অন্ধকারে অপরাধ করলে কেউ দেখবে না তা মনে করলে ভুল করবেন। অপরাধ করলে তার তথ্য-প্রমাণ হাতে পাওয়া কঠিন নয়। পুলিশের জন্ম মানুষের সেবা করার জন্য, অত্যাচার করার জন্য নয়।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান ও দেবদাস ভট্টাচার্য্যসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর