সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে পেট্রোপণ্য রপ্তানির প্রস্তাব ভারতের

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির প্রস্তাব দিয়েছে ভারত। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশার পরাদ্বীপে একটি বড় তেল শোধনাগার উদ্বোধনের সময় এ প্রস্তাবের কথা উল্লেখ করেন। খবর বিবিসির। শোধনাগার উদ্বোধনের সময় বাংলাদেশের জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি এর আগে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন এবং ওই বৈঠকে পেট্রোপণ্য রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্বোধন করা এই তেল শোধনাগার থেকে উৎপাদিত তেলের বড় অংশ বাংলাদেশে রপ্তানির কথা উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারত বাংলাদেশে শুধু তেলই রপ্তানি করবে না, এ জন্য এই শোধনাগারে একটি বিপণন অবকাঠামোও গড়ে তোলা হবে। যাতে প্রতিবছর ১৫ মিলিয়ন মেট্রিক টন বিভিন্ন পেট্রোপণ্য তৈরি করা হবে।

সর্বশেষ খবর