মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ছাত্রীর শ্লীলতাহানির সত্যতা খুঁজে পায়নি পুলিশের তদন্ত কমিটি

চা-দোকানি হত্যা মামলা তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তল্লাশির নামে শ্লীলতাহানির অভিযোগ খুঁজে পায়নি পুলিশের তদন্ত কমিটি। কমিটি শুধু বলেছে, আদাবর থানার এসআই রতন কুমার হালদারের আচরণ ছিল অপেশাদার। রতন কুমারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে গঠিত পুলিশের তদন্ত কমিটির গতকাল দাখিল করা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারহানা নারী ও শিশু নির্যাতন আইনে এসআই রতনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।

এদিকে শাহ আলী থানাধীন মিরপুর গুদারাঘাটে আগুনে ফেলে চা-দোকানি বাবুল মাতুব্বরকে হত্যার ঘটনায় করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান খবরটি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে এ সিদ্ধান্ত নেওয়ার পর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবির পরির্দশক রেজাউল করিমকে।

সর্বশেষ খবর