শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জীবদ্দশায় নিজের চেহলাম!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মৃত্যুর আগেই নিজের চেহলাম অনুষ্ঠান (স্থানীয় ভাষায় ‘মজলিস’) করেছেন ৮২ বছর বয়সী মোসলেম উদ্দিন মণ্ডল। এ উপলক্ষে ১৬ হাজার মেহমানকে আপ্যায়ন করা হয়। চারটি মহিষ, একটি ছাগল, ৭৫ মণ চাল, ১৩০ মণ আলু রান্না করা হয়। জীবদ্দশায় নিজের চেহলাম করতে পেরে মোসলেম মণ্ডল তৃপ্ত। জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন আউশগ্রামের মোসলেম উদ্দিন মণ্ডলের স্ত্রী মাজেদা বিবি (৬৫)। তাদের সংসারে তিন ছেলে, দুই মেয়ে। ছোট ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন মুছা। তিনি তার পিতার আগ্রহে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। গতকাল অতিথিরা জুমার নামাজের পরই দলে দলে আসতে শুরু করেন মণ্ডল বাড়িতে। শুরু হয় খানাপিনা। তা চলে রাত পর্যন্ত। ছানোয়ার হোসেন মুছা জানান, তার বাবার আশঙ্কা ছিল তার টাকা-পয়সার অভাব না থাকা সত্ত্বেও তার ছেলেমেয়েরা অনুষ্ঠান না-ও করতে পারে। হোক, অনুষ্ঠানটা তিনি বেঁচে থাকতেই হোক। মুছা বলেন, বাবাকে আমি সহযোগিতা করেছি মাত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর