সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ২০ মার্চ

নিজস্ব প্রতিবেদক

আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের জন্য ২০ মার্চ নতুন তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ভোটের এই নতুন তারিখ জানিয়ে ইসির সহকারী সচিব রাজীব আহসান বলেন, এখন প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। এদিকে উচ্চ আদালতে গিয়েও মনোনয়নপত্রের বৈধতা না পাওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা কাদের সিদ্দিকী তার ভাই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর ছেড়ে দেওয়া এ আসনে প্রার্থী হতে পারছেন না। ফলে ২০ মার্চ ভোটের লড়াইয়ে আছেন কেবল তিনজন প্রার্থী। আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রতীক নিয়ে, বিএনএফের আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে এবং ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস আম প্রতীক নিয়ে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনের এই উপনির্বাচনের তফসিল দেয় ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর