মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীকে রওশন

ছদ্মবেশে বেরিয়ে দেখেন জনগণ কেমন আছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, আপনি একবার ছদ্মবেশে বের হয়ে দেখেন, জনগণ কেমন আছে। নিজ চোখেই দেখতে পাবেন মানুষ কত কষ্ট করে বসবাস করছে। মাতুয়াইলে গিয়ে দেখুন ওখানে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারছে না। চলাচল করতে পারছে না। আমরা দেশের ময়লা সরাতে পারছি না। কিভাবে এ দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করবেন? উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব দূর করতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। জনগণ ভেজাল মুক্ত খাদ্য চায় । সবাই কি নিরাপদ খাদ্য খাচ্ছে। ২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে দেশবাসীকে ভেজাল মুক্ত খাবার খাওয়াতে হবে। জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী দিনে গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন ।

সর্বশেষ খবর