সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দেশের উন্নয়নে নারী-পুরুষ একসঙ্গে কাজ করতে হবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের সর্বক্ষেত্রে নারীদের পদচারণা বাড়ছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা তাদের সফলতার সাক্ষর রাখেননি। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারীর ক্ষমতায়ন ও মানবতার উন্নয়ন’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহিলাবিষয়ক অধিদফতর এ মানববন্ধনের আয়োজন করে। মহিলা পরিষদ, কর্মজীবী নারী, গ্রগতিশীল নারীসহ কয়েকটি নারী সংগঠন এতে অংশ নেয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, অধিদফতরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী, পরিচালক এ বি এম জাকির হোসাইন, অতিরিক্ত পরিচালক শামীমা হক প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য একটি পজিটিভ সরকার। মুক্তিযুদ্ধে সবাই একসঙ্গে কাজ করার কারণেই আমরা সব প্রতিকূলতা কাটিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। এখনো আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করছে।

চুমকি বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়নে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। নারীদের অংশগ্রহণেই সেটা হবে। নারীর অংশগ্রহণে যখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে; তখনই বিভিন্ন অপশক্তি মাথা-চাড়া দিয়ে উঠছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে নারীদের প্রতিবাদী হতে হবে। মানববন্ধনে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নারী-পুরুষের সমতা বিধানের দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর