শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্যপ্রতিদিন

ব্যথা যখন আশীর্বাদ!

ব্যথা যখন আশীর্বাদ!

শিরোনাম দেখে অনেকেই মনে করতে পারেন ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। ব্যথা ডাক্তারদের জন্য আশীর্বাদ হতে পারে কিন্তু একজন রোগীর ক্ষেত্রে তা অভিশাপ, কিভাবে আশীর্বাদ? আসুন জেনে নিই ব্যথা কি? ব্যথা মানব শরীরের এক ধরনের কষ্টকর সেনসেশন বা অনুভূতি। আমাদের শরীরে দুই ধরনের নার্ভ বা স্নায়ু থাকে। একটি মোটর নার্ভ ও অন্যটি সেন্সরি নার্ভ। এই সেন্সরি নার্ভ আক্রান্ত স্থান থেকে ব্যথার অনুভূতি বহন করে আমাদের মস্তিষ্কে পৌঁছয়, তখন আমরা ব্যথা অনুভব করি।

ব্যথা কিভাবে আশীর্বাদ: আমাদের শরীরে যদি ব্যথার অনুভূতি না থাকত তাহলে শরীরের একটি অঙ্গ কেটে পড়ে গেলেও আমরা বুঝতেই পারতাম না। তাহলে প্রিয় পাঠক, এবার আপনারাই বলুন ব্যথা কি আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ? উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজনের পেটের ভিতর টিউমার হয়েছে। তার ব্যথা কিংবা যন্ত্রণা নেই। অথচ টিউমারটি বড় হয়ে মারাত্মক আকার ধারণ করেছে কিংবা ক্যান্সারে পরিণত হতে চলছে কিন্তু ব্যথা না থাকায় লোকটি বুঝতেই পারল না তার অপমৃত্যু ঘটল। তেমনি হাজার রোগের উপসর্গ হলো ব্যথা। ব্যথা রোগ নয়, রোগের উপসর্গ। অতএব, ‘ব্যথা’কে অবহেলা নয়, শরীরের যে কোনো অংশে ব্যথা অনুভব করলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ব্যথার কারণ নির্ণয় করে চিকিৎসা নিন।

ডা. ইয়াছিন আলী, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর