মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬ ০০:০০ টা

টাকা লোপাটের ঘটনা চাপা দেওয়ার প্রয়াস চলছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ব্যাংকের অর্থ লুটপাটের পরও সরকার কাউকে শাস্তি না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা ঘটেছে বলে মনে করে বিএনপি। দেশে এ লুটপাটের ঘটনার সঙ্গে রাঘববোয়ালরা জড়িত। ফলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস চলছে। এ ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, বেসিক ব্যাংক, হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও পুঁজিবাজারের অর্থ লুণ্ঠনের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান না থাকায় কেন্দ্রীয় ব্যাংকও লুণ্ঠনের শিকার হয়েছে। তিনি চুরি যাওয়া অর্থ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। বিএনপির এ মুখপাত্র লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, কুষ্টিয়া ও নোয়াখালীতে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীদের ব্যানার-পোস্টার ছিঁড়ে  ফেলা, প্রচারে বাধা এবং বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ৬ মার্চ সকাল ১০টার দিকে একদল সাদা পোশাকধারী ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে খিলক্ষেতের বাসা থেকে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। এদিকে তার অভিযোগ, কয়েকটি মোবাইল নম্বর ও ফেসবুকের মাধ্যমে তার নামে দেশে-বিদেশে বিভিন্ন মানুষের কাছে বিএনপির কাউন্সিলের নামে চাঁদা তোলা হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। এদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রীর কিছু করার ক্ষমতা নেই : মেজর (অব.) হাফিজ : এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রিজার্ভের টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রীর কিছু করার ক্ষমতা নেই। এ কারণেই ৮০০ কোটি টাকা চুরির ঘটনা তাকে জানানো হয়নি। ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠনের এক আলোচনা সভায় মেজর (অব.) হাফিজ বলেন, কী ধরনের রাষ্ট্র যেখানে দুই মাস আগে ৮০০ কোটি টাকা লুট হলো, অথচ অর্থমন্ত্রী জানেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর