শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘লাল জমিন’-এর শততম মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

‘লাল জমিন’-এর শততম মঞ্চায়ন

শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মুক্তিযুদ্ধের নাটক ‘লাল জমিন’-এর শততম মঞ্চায়ন হলো। রেপার্টরি থিয়েটার ‘শূন্যন’ এর প্রযোজনায় গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয় এই নাটকটি। মান্নান হীরার রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। নাটকটি মঞ্চায়নের আগে তিনজন বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করা হয়।

শিল্পকলায় পার্বত্য মেলা : রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হলো তিন দিনের পার্বত্য সংস্কৃতি মেলা। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, হাতে বোনা পোশাক, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যাপিত জীবনের আলোকচিত্র, নিসর্গের আলোকচিত্র ইত্যাদি স্থান পেয়েছে এই মেলায়।

রফিক আজাদকে নিয়ে ‘গহীনের গান’ : সদ্যপ্রয়াত কবি রফিক আজাদ স্মরণে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘গহীনের গান’ শীর্ষক সংগীতসন্ধ্যা। ফরিদা পারভীন ফাউন্ডেশন ও স্বপ্নকুঁড়ির যৌথ আয়োজনে গতকাল সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর