রবিবার, ৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : ফজলে রাব্বি

নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে কাজ শুরু করেছেন, বিশ্বব্যাপী তা প্রশংসা পাচ্ছে। বিশ্বে আজ এ ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে তারাও সমাজের জন্য অনেক কিছু করতে পারে। বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ শীর্ষক র‌্যালির উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ শীর্ষক এ র‌্যালির আয়োজন করে নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার সোসাইটি (নার্ক)। এ সময় আরও বক্তব্য দেন হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল হক ও সংগঠনের নির্বাহী পরিচালক তামান্না শারমিন। পরে র‌্যালিতেও অংশ নেন তিনি।

সর্বশেষ খবর