বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নার্সিং সেবায় দক্ষতা বৃদ্ধি করবে জাইকা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) যৌথ প্রচেষ্টায় নার্সিং সেবায় দক্ষতা বৃদ্ধির কার্যক্রম বাস্তবায়ন করবে। কারিগরি সহযোগিতার মাধ্যমে জাইকার এ-সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নকল্পে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য খাতে জাইকার বিভিন্ন সফলতা তুলে ধরা হয়। এ ছাড়া বাংলাদেশের মানুষের উন্নত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত জেলায় সাতটি উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টার তৈরির সিদ্ধান্তের কথাও জানানো হয়। সভায় নার্সিং সেবার দক্ষতা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জাইকার সিনিয়র প্রোগ্রাম অফিসার সালমা আক্তার। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে নার্সিং সেবা ও কাঠামোর মান উন্নয়নে নার্সেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানানো হয়। এ লক্ষ্যে ১১ এপ্রিল সকালে ঢাকা নার্সিং কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের নার্সিং সেবা খাত নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলেই ২০১৩ সালে ড. হিরোকা মিনামির নেতৃত্বে এক জাপানি নার্সিং বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসেন। তারা সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যৌথভাবে এ প্রকল্পটি চালুর কথা বলেন। প্রকল্পটি চালু হয় চলতি বছরের জানুয়ারিতে।

 আলোচনা অনুষ্ঠানে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর