শিরোনাম
বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বেতনের ১০ শতাংশ কর্তন না করার অনুরোধ শিক্ষকদের

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট কর্তৃক মূল বেতনের ১০ শতাংশ বেতন কর্তন না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) শিক্ষক নেতারা। মঙ্গলবার মিরপুর সমিতির কার্যালয়ে বাকশিস ও বিপিসির বৈঠকে এ অনুরোধ জানান তারা। অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান বলেন, বর্তমানে অবসর সুবিধা বোর্ডে বেতনের ৪ শতাংশ ও কল্যাণ ট্রাস্টে ২ শতাংশ কর্তন করা হয়। কিন্তু তা আরও ২ শতাংশ হারে মোট ৪ শতাংশ বৃদ্ধি করে মোট ১০ শতাংশ কর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষক-কর্মচারীদের স্বার্থ পরিপন্থী। বৈঠকে আরও বক্তব্য দেন বাকশিস’র সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, বিপিসি সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশীদ প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কেটে না নিয়ে এ খাতে অর্থ বরাদ্দ দিন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর