শিরোনাম
শনিবার, ৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নৌমন্ত্রীর সঙ্গে ডিইউজে নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী ভূমিকার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের চর হিসেবে কারও রাজনীতি করার অধিকার নেই। গতকাল বিকালে সেগুনবাগিচার স্বাধীনতা হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সঙ্গে  ডিইউজে নেতাদের মতবিনিময়ে সভা পরিচালনা করেন ডিইউজের সভাপতি শাবান মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উম্মে ওয়ারা সুইটি ও মফিজুর রহমান খান বাবু। শাবান মাহমুদ বলেন, পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের কর্মসূচিকে সমর্থন জানাবে সাংবাদিক সমাজ।

সর্বশেষ খবর