মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ইস্কাটনে জোড়া খুন

এমপিপুত্র রনির জামিন ফের নাকচ

আদালত প্রতিবেদক

রাজধানীর ইস্কাটনের জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার আলম রনির জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সামছুন নাহার এ আদেশ দেন। এর আগে রনির আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হীরু জামিন চেয়ে আদালতে আবেদন করেন। এদিকে অসুস্থতার কারণে মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন সরদার সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ৮ মে দিন ধার্য করেন। মামলার নথিসূত্রে জানা গেছে, গত বছর ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে সামান্য যানজটে পড়ে উত্তেজিত হয়ে প্রাডো গাড়ি থেকে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন আসামি বখতিয়ার আলম রনি। এ ঘটনায় আহত হন অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গত বছর ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। ঘটনা তদন্ত করে ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এরপর চলতি বছরের ৬ মার্চ আসামি রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর