রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা অবৈধ দখলমুক্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরগুনায় অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা দখল করে নেওয়া হয়েছে— এমন দাবি করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে বলেছেন বরিশাল বিভাগের ১০১ জন ক্যাবল নেটওয়ার্ক অপারেটর। নইলে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সংযোগ বন্ধ (নেটওয়ার্ক সুইস বন্ধ) রাখার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল বিকালে বরিশাল নগরীর রায় রোডে আবদুল খালেক খান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ১০১ সদস্যের বরিশাল বিভাগীয় ক্যাবল নেটওয়ার্ক অপারেটর সংগঠন মুক্তধারা পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে মুক্তধারা পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম অভিযোগ করেন, বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও তার দলবল ৪ এপ্রিল জেলার সব ক্যাবল লাইন দখল এবং যন্ত্রপাতি নিয়ন্ত্রণে নিয়ে গ্রাহকদের কাছ থেকে মাসিক বিল তুলে নিয়ে যাচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তালাত ইকবাল ও সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল ইসলামসহ ক্যাবল অপারেটর নেতারা।

সর্বশেষ খবর