সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পরিবেশ অধিদফতরের শম্ভুকগতিতে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ অধিদফতরের কাজে শম্ভুকগতিতে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কাজে গতিশীলতা আনা এবং পরিবেশ রক্ষা আইন সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নজরদারির মধ্যে রাখার সুপারিশ করে কমিটি। এ ছাড়া গাজীপুর জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ব্যবস্থাপনার উন্নয়ন ও  রাজস্ব আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। পাশাপাশি কর্ণফুলী নদীর দূষণ রোধকল্পে সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে কর্ণফুলী পেপার মিলের এমডিকে তলব করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে তার উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করা হয়। 

সংসদ  ভবনে গতকাল অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ। পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী, মেরিনা রহমান এমপি বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর