সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ডিজেলের মূল্য নির্ধারণে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে না

ধর্মেন্দ্র প্রধান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে ডিজেল দেওয়ার ক্ষেত্রে মূল্য নির্ধারণে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নয়, বরং বন্ধুত্বের চেতনাকে প্রাধান্য দেওয়া হবে।

ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীও স্বল্পমূল্যে ডিজেল দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ্রিংয়ে এসব কথা জানান। বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। ভারতীয় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ভারতের জ্বালানি সচিব সঞ্জয় সোধি ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের চেয়ারম্যান বি অশোক। চট্টগ্রামে এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে আজ ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দেশ গঠনে কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর