মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সংসদ লাইব্রেরিতে হচ্ছে ওমেনস কর্নার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনে অবস্থিত লাইব্রেরিতে ওমেনস কর্নার স্থাপন, সেখানে মহীয়সী নারীসহ মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরাঙ্গনা নারীদের ছবি প্রদর্শন, তাদের অবদানের তথ্য ও আলোকচিত্র সংবলিত বই সংরক্ষণের সুপারিশ করেছে সংসদীয় সাব কমিটি। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত যতগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেগুলোর ছবিসহ অ্যালবাম সংরক্ষণ ও প্রদর্শন করার সিদ্ধান্ত নেয় কমিটি। সংসদ ভবনের গ্রন্থাগারে গতকাল অনুষ্ঠিত ওমেনস কর্নার স্থাপনের লক্ষ্যে গঠিত সাব কমিটির দ্বিতীয় বৈঠক এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, অ্যাডভোটেক নাভানা আক্তার ও ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশ নেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় সংসদ ভবনে অবস্থিত লাইব্রেরিতে ওমেনস কর্নারের স্থান নির্ধারণ করাসহ এ সম্পর্কিত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত করা হয়।

সর্বশেষ খবর