বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় এবার ‘স্মার্ট প্যাট্রলিং’

বাগেরহাট প্রতিনিধি

ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীববৈচিত্র্য সুরক্ষায় এবার বন অধিদফতর স্মার্ট প্যাট্রলিং নামে বিশেষ এক টহলব্যবস্থা নিয়ে মাঠে নামছে। আগামী মাসের প্রথম সপ্তাহে সুন্দরবনের চারটি রেঞ্জেই একযোগে শুরু হবে এ স্মার্ট পেট্রলিং। প্যানথেরা নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রস্তুত করা এ স্মার্ট পেট্রলিংয়ে ব্যবহূত হবে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি টুলস। বনের সংরক্ষিত এলাকা মনিটরিং, তথ্য সংগ্রহ ও রিপোর্টিংয়ে এ টুলস সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন। বিশ্বব্যাংকের অর্থায়নে স্ট্রেইনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন প্রজেক্ট নামে একটি প্রকল্পের আওতায় সুন্দরবনে বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে এ স্মার্ট পেট্রলিং (স্পাসিয়াল মনিটরিং অ্যানালাইজিং অ্যান্ড রিপোর্টিং টুলস) কর্মসূচি চালুর সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বন অধিদফতর। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এ বিষয়ে সুন্দরবন বিভাগের কিছু কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৯ ও ১০ মার্চ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সুন্দরবন সফরকালে এ স্মার্ট পেট্রলিংব্যবস্থার প্রদর্শনী মহড়াও অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ৩১টি দেশে ১৪০টিরও বেশি স্থানে এখন চালু রয়েছে স্মার্ট পেট্রলিং পদ্ধতি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনে এ স্মার্ট পেট্রলিং পদ্ধতির আওতায় চারটি রেঞ্জের প্রতিটিতে ইতিমধ্যেই তিনটি করে দল গঠন করা হয়েছে, আর প্রতিটি দলে থাকছেন ১৬ জন করে সদস্য। প্রতিটি দলে একজন ফরেস্ট রেঞ্জার বা সিনিয়র ফরেস্টারের নেতৃত্বে সাতজন কর্মকর্তাসহ বনরক্ষীরা থাকবেন। টহলের তথ্য-উপাত্তগুলো খুলনায় স্থাপিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জিআইএস ল্যাবে সংরক্ষণ করা হবে। আর এ তথ্য-উপাত্তকে ভিত্তি করে প্রতি মাসে প্রকাশ করা হবে সুন্দরবনসংক্রান্ত একটি প্রতিবেদন। খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ জানান, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে চার রেঞ্জে শুরু হবে স্মার্ট পেট্রলিং। পরীক্ষামূলকভাবে স্মার্ট পেট্রলিং ছয় মাস ধরে পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম অভয়ারণ্যে ইউএসএইড-বাঘ প্রকল্পের উদ্যোগে সীমিতভাবে চলছে।

সর্বশেষ খবর