বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাবেক ছাত্রলীগ নেত্রী বাঁধনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সরকারের উপসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেত্রী আইরিন পারভীন বাঁধনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল তিন দফা নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা গেছে, সোমবার বিকালে সিঙ্গাপুর থেকে তার লাশ দেশে আসে। গতকাল দুপুরে লাশ নিয়ে আসা হয় তার প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাঁধনের স্বামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ছাড়াও ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের মধ্যে বাহাদুর বেপারী, সাইফুজ্জামান শেখর, মোস্তাক আহমেদ, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা অংশ নেন। এরপর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বিভিন্ন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এরপর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বাঁধনের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর বনানী আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের বনানীর বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর