রবিবার, ১ মে, ২০১৬ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

ঐক্যবদ্ধ আন্দোলনে মান্নাকে মুক্তি দিতে বাধ্য করা হবে

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দেশ রক্ষা হবে না। আন্দোলনের মাধ্যমেই মান্নাকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজদ্দিন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা বজলুর রশীদ প্রমুখ। নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শহীদুল্লা কায়সার। দেশের ক্রমবর্ধমান নৈরাজ্যের উল্লেখ করে সরকারের তীব্র সমালোচনা করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা। অবিলম্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান তারা। গুরুতর অসুস্থ মান্নার সুচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করারও আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশকে মুক্তিযুদ্ধের পথ থেকে বহু দূরে  নিয়ে যাওয়া হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দেশ রক্ষা হবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নও হবে না।

সর্বশেষ খবর