রবিবার, ১ মে, ২০১৬ ০০:০০ টা

খুনিদের আড়াল করতে চাইছে সরকার

—নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে সরকার আসলে খুনিদের আড়াল করতে চাইছে বলে দাবি করেছেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যখনই কেউ খুন হয়, তখন সারিন্দা বাজানোর মতো সরকার বলেই চলছে, এর জন্য বিএনপি-জামায়াত দায়ী। একটা ঘটনার সঙ্গে সঙ্গে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যদি রায় দিয়ে দেওয়া হয় যে, এর জন্য দায়ী অমুক; তাহলে তার অধস্তন কোনো কর্মচারীর সাহস আছে যে এর বাইরে অন্য কোনো রিপোর্ট করবে, তদন্তে যা-ই পাওয়া যাক না কেন।’

গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টির উদ্যোগে ‘মে দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘এভাবে তদন্ত ও বিচারকে প্রভাবিত করার ফলেই হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। কারণ যারা আসল অপরাধী তাদের আড়াল করে দেওয়া হচ্ছে। তাদের পার পেয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারের উদ্দেশে বিএনপি নেতা নজরুল বলেন, ‘এসব কথাবার্তা বন্ধ করুন। বিএনপি খুন-হত্যা-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।’ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, উম্মে হাবিবা রহমান, মাহমুদ খান, আবদু্ল্লাহ আল মামুন, মজিবুর রহমান ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর