মঙ্গলবার, ৩ মে, ২০১৬ ০০:০০ টা

কখনো কখনো আমরা ইয়েলো জার্নালিজমের শিকার হচ্ছি

----- শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের গণমাধ্যমকর্মীদের আরও সচেতন হয়ে সংবাদ প্রকাশের তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জে কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকতার নিয়ম নীতি মেনে চলা হয় না। যেসব সংবাদ না তাও পত্রিকার পাতায় বড় করে ছাপা হয়। অনেক সময়ে অহেতুক সংবাদ তৈরি করা হয়। সাংবাদিকদের তো সংবাদ তৈরি করতে বলা হয়নি। সংবাদ যা আছে সেটা যাচাই বাছাই করে সত্য তুলে ধরাটাই হলো পারফেক্ট জার্নালিজম। কিন্তু নারায়ণগঞ্জে কখনো কখনো আমরা ইয়েলো জার্নালিজমের শিকার হচ্ছি।’

আমি নারায়ণগঞ্জের সাংবাদিক, পত্রিকা সম্পাদকদের আহ্বান রাখব সত্য তুলে ধরেন। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করুন। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর মালিক সংগঠন নারায়ণগঞ্জ নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে সাংবাদিক মিলনমেলা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান এসব কথা বলেন। সংগঠনের সভাপতি দৈনিক শীতলক্ষ্যার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক ডান্ডিবার্তা সম্পাদক হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন সম্পাদক এস এম ইকবাল রুমি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর