বুধবার, ৪ মে, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন.

নার্ভের ব্যথায় কি করবেন

নার্ভের ব্যথায় কি করবেন

ব্যথা অনেক কারণে হয়। যেমন বাতের ব্যথা, হাড় ক্ষয় বা বৃদ্ধিজনিত ব্যথা, মাংস পেশী বা জয়েন্টে ব্যথা। তবে সব ব্যথার বহিঃপ্রকাশ হয় নার্ভের উপর চাপ পড়া। যেমন- মেরুদণ্ডের হাড় ক্ষয় বা বেড়ে গেলে মেরুদণ্ডের মধ্যে একটা ইসব্যালান্ড দেখা দেয়। তারপর প্রতিদিনের কাজের অবস্থান গত কাজের ভুল বা ফন্টের দরুন ইসব্যালান্ড আরও বাড়তে থাকে এবং একসময় পার্শ্ববর্তী নার্ভের উপর চাপ পড়ে। ফলে রোগী ব্যথা অনুভব করে এবং ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। যেমন ঘাড়ের ব্যথা হাতে আবার কোমরের ব্যথা পায়। তার মানে মনে রাখতে হবে হাতে বা পায়ে যেখানেই হোক ব্যথাটা কোমর, ঘাড় থেকেও হতে পারে। এ সমস্ত নার্ভের ব্যথা সবসময় এক থাকে না। হাঁটলে ব্যথা বাড়ে কারও আবার শুয়ে থাকলে। তবে বেশির ভাগ রোগী বলে বিশ্রামে ভালো লাগে কিন্তু কাজের সময়- ব্যথা বাড়ে-অনেকের বেলায় এর উল্টোটা হতে পারে। বর্তমানে কোমড় বা ঘাড়ের ব্যথায় একটা বড় কারণ হচ্ছে ডিস্ক প্রলাস্পেয় সমস্যা, এই সমস্যার ডিস্ক থেকে বের হয়ে নার্ভ বা রগের উপর চাপ দেয় ফলে রোগী ব্যথা, ঝিনঝিন, ভারী, ভারী অবস-অবস, জ্বালাপোড়া বা শক্তি কম অনুভব করে। যেসব রোগী ডায়াবেটিকস নিয়ন্ত্রণে না রাখে তাদের হাতে পায়ের নার্ভগুলো আস্তে আস্তে কার্যক্ষমতা কমতে থাকে। তাদের গা  ঝিনঝিন করে।

ডা. মো. শাহাদাত হোসেন

কনসালটেন্ট, ম্যানিপুলেশন থেরাপি, পপুলার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর