শিরোনাম
বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

সরে দাঁড়ালেন ক্রুজ ফাঁকা মাঠে ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পথে আরও এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দলীয় বাছাই পর্বের নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। সেখানে পরাজিত হয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ। আর পরাজয় নিশ্চিত জেনে ভোট গণনা শেষ হওয়ার আগেই ক্রুজ ঘোষণা দেন, এই প্রতিদ্বন্দ্বিতা চালানোর আর কোনো অর্থ নেই। তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। এ ঘোষণার ফলে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেল। ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য টেড ক্রুজের শেষ সুযোগ। তারা সেই চেষ্টাও করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আরেক প্রতিদ্বন্দ্বী জন কেইসিক লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু তার ওই কথার ওপর কারও খুব বেশি আস্থা আছে বলে মনে হয় না। এদিকে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে হিলারিকে ৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে নিজের লড়াই অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন বার্নি স্যান্ডার্স। যদিও অধিকাংশ বিশ্লেষক একমত, ডেলিগেটের হিসেবে স্যান্ডার্সের চেয়ে হিলারি এতটাই এগিয়ে যে ইন্ডিয়ানাতে হিলারি পরাজিত হলেও তার দলীয় মনোনয়ন হারানোর কোনো আশঙ্কা নেই। মনোনয়নের খুব কাছে আছেন হিলারি। এএফপি।

সর্বশেষ খবর