শিরোনাম
বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

বন্দরকে পৈতৃক সম্পত্তি বানিয়েছেন প্রভাবশালীরা

—মহিউদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের প্রধান সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বন্দরসংশ্লিষ্ট নন এমন বহিরাগত লোকজন বন্দরে অবাধে যাওয়া-আসা করছে। কিছু প্রভাবশালী লোক বন্দরকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছেন। গতকাল বন্দরের এমপিবি গেটে রেজিস্ট্রেশন প্রদানের দাবিতে চট্টগ্রাম বন্দর বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি চট্টগ্রাম বন্দরে তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারী ছাড়া অবাঞ্ছিত লোকজনের প্রবেশাধিকার নিষিদ্ধ ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিতর দাবি জানিয়ে বলেন, নয় তো চট্টগ্রাম বন্দর মাফিয়া ও লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত হবে। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশন দেওয়া না হলে আগ্রাবাদের যুগ্ম শ্রম-পরিচালকের দফতরে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। সোমবার (৯ মে) যুগ্ম শ্রম-পরিচালকের কাছ থেকে রেজিস্ট্রেশন প্রদানের গড়িমসির কারণ জানতে তার দফতরে শ্রমিক-কর্মচারীরা অফিস চলাকাল পর্যন্ত অবস্থান করবেন।

চট্টগ্রাম বন্দর বার্থ টার্মিনাল শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে মো. হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর নওশাদ, শ্রমিকনেতা মোহাম্মদ হাসান, জহুর আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর