সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

নুনের চেয়ে খুন সস্তা হয়ে গেছে

——— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশে খুন-খারাবি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন সাধারণ কোনো ব্যাপার নিয়ে মানুষ খুন হচ্ছে। এ যেন নুনের চেয়ে খুন সস্তা হয়ে গেছে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, ‘ফেনীতে ইউএনওকে পেটাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ গতকালের জাতীয় দৈনিকের এমন খবরে জাতি বিস্মিত ও হতবাক। সেই সঙ্গে আমিও চরম উদ্বিগ্ন। তিনি বলেন, দেশে সুস্থ রাজনীতি না থাকায় এবং চলমান নোংরা ও দূষিত রাজনীতির কারণে ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম রাকিব হায়দার কেবল চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে নির্মমতার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনা প্রমাণ করে প্রচলিত রাজনৈতিক অঙ্গন যে কত দূষিত, বিষাক্ত, কলুষিত ও নোংরা।

 সরকারদলীয় চাঁদাবাজদের হাতে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে নাজেহাল, অপমানিত ও প্রহূত হবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর