শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় মঞ্চায়ন ‘কণ্ঠনালিতে সূর্য’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মঞ্চায়ন ‘কণ্ঠনালিতে সূর্য’

তীরন্দাজ নাট্যদলের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে ব্যতিক্রমধর্মী গল্পের নাটক ‘কণ্ঠনালিতে সূর্য’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এর মঞ্চায়ন হয়। একজন আগন্তুকের হঠাৎ উপস্থিতি এক অদ্ভুত ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সবাই জানতে পারে তার কণ্ঠনালিতে সূর্য আটকে আছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি তা বের করতে চান অথবা চিরকালের জন্য রেখে দিতে চান। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দীপক সুমন, মিতালী দাস, রাজীব দে, শফিকুল ইসলাম, কাজী তৌফিকুল ইসলাম ইমন, মো. ফজল, কামাল, শোভন ও হিমু। মঞ্চ পরিকল্পনায় ছিলেন কাজী রাকিব, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন, সংগীত পরিকল্পনায়  রিফাত আহমেদ নোবেল।

চারুকলায় দলবদ্ধ প্রদর্শনী : চারুশিল্পীদের দল ‘আঙিনা’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হয়েছে দলবদ্ধ প্রদর্শনী। ১৩ জন শিল্পীর ৩৭টি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুর রহিম, শিল্পী ও অধ্যাপক আবুল বার্ক আলভী ও শিশির ভট্টাচার্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর