বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা
চার শিশু হত্যা মামলা

অভিযোগপত্র গ্রহণ করেননি আদালত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র জেলা জজ আদালতে অন্য আবেদন (মিস কেইস) থাকায় গতকাল গ্রহণ করেননি আদালত। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে কারাগারে থাকা সাত আসামির জামিন প্রার্থনা করা হলে তিনি জামিন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় ২৫ মে। ফলে অভিযোগপত্র দাখিলের এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও মামলার পরবর্তী ধাপে যেতে বিলম্ব হচ্ছে। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলার সাত আসামি মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে এ মামলার আসামিদের জামিন সংক্রান্ত অন্য একটি আবেদন জেলা জজ আদালতে বিচারাধীন থাকায় অভিযোগপত্র গ্রহণ সংক্রান্ত আদেশ দেননি আদালত। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, বিজ্ঞ বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করলেও অভিযোগপত্র গ্রহণে বিলম্বের জন্য বিচার কাজে বিলম্ব হচ্ছে।

সর্বশেষ খবর