বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

আমিরাতে বঙ্গবন্ধুর নামে ভবনের নামকরণ

কামরুল হাসান জনি, ইউএই

সংযুক্ত আরব আমিরাতে এই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবনের নামকরণ করা হলো বঙ্গবন্ধুর নামে। দেশটির প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎ-পরবর্তী দুই দেশের মধ্যে তৈরি হওয়া সুসম্পর্ক সতেজ রাখতে নামকরণ করা হয় ভবনটির। নামফলকে দেওয়া হয়েছে দুই দেশের পতাকা। আমিরাতের অঙ্গরাজ্য রাস-আল-খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের নতুন এ ভবনের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু অ্যান্ড শেখ জায়েদ ফ্রেন্ডশিপ একাডেমি বিল্ডিং’। মঙ্গলবার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান। বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, শেখ পরিবারের সদস্য শেখ মাজেদ বিন সুলতান বিন সাকর আল কাসেমি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর