রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

হঠাৎ কান ব্যথায় করণীয়

হঠাৎ কান ব্যথায় করণীয়

আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা। এ সময়টায় অনেকেরই হঠাৎ কান ব্যথা শুরু হতে পারে। পাশাপাশি কান বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আবার প্রথমে কান বন্ধ হয়ে পরে ব্যথা শুরু হতে পারে। এর কারণ, মধ্যকর্ণের সঙ্গে নাকের সবচেয়ে পেছনের অংশের সংযোগ নালির এক প্রান্ত সাময়িক বন্ধ হয়ে যাওয়া। সাধারণত শ্বাসনালির প্রদাহ, হাঁচি-সর্দি-কাশি ইত্যাদি কারণে এ সমস্যা হয়। ওই প্রান্তের মাধ্যমেই মধ্যকর্ণের সঙ্গে বায়ুমণ্ডলের যোগাযোগ রক্ষা হয়ে থাকে। কোনো কারণে মধ্যকর্ণের সঙ্গে বাতাসের যোগাযোগ রক্ষাকারী নালির মুখ বন্ধ হলে কান বন্ধের অনুভূতি হয়। ওই অবস্থা বেশি সময় থাকলে মধ্যকর্ণের ঝিল্লি থেকে নিঃসৃত তরল বেরিয়ে যাওয়ার পথ না  পেয়ে সেখানেই জমতে থাকে এবং একপর্যায়ে কান ভারী ভারী লাগে এবং ব্যথা শুরু হয়। মধ্যকর্ণে জমে থাকা তরলে জীবাণু ছড়ালে সেটা পুঁজে রূপ নেয়। কান বন্ধ ও কান ব্যথার চিকিৎসা সময়মতো না করালে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। কানের ভিতরে জমে থাকা তরল আঠালো হয়ে মধ্যকর্ণের স্বাভাবিক গঠন নষ্ট করে দিতে পারে। চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅ্যালার্জিক বা অ্যালার্জিরোধক ওষুধ, নাকের পথ এবং বন্ধ হয়ে যাওয়া নালির মুখটি সুগমের জন্য নাকের ড্রপ দিয়েই চিকিৎসা শুরু হয়। তাই অবহেলা না করে কানের এসব ব্যথায় সতর্ক হতে হবে।

ডা. সজল আশফাক

নাক-কান-গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর