রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা

ভ্যাট জটিলতা থেকে মুক্তি চান টিভি চ্যানেল মালিকরা

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত বিজ্ঞাপনের ভ্যাট আদায়ে বিদ্যমান জটিলতা থেকে মুক্তি চান মালিকরা। তাদের দাবি, সব গণমাধ্যমকে একই করনীতির আওতায় আনা হোক। কারণ, টিভিতে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের পর টাকা পেতে দুই মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে টাকা পাওয়ার আগেই ১৫ শতাংশ ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হয় টিভি মালিকদের। তবে আমরা চাই— পত্রিকায় যেভাবে বিজ্ঞাপনদাতা ভ্যাট পরিশোধ করেন, ঠিক একইভাবে টেলিভিশন চ্যানেলগুলোকেও সেই সুবিধা দেওয়া হোক। গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর আয়োজিত ‘প্রাক-বাজেট ২০১৬-১৭’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো নেতারা। সরকারের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন এনবিআর সদস্য (ভ্যাটনীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (করনীতি) পারভেজ ইকবাল, অ্যাটকো সভাপতি ও এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, অ্যাটকোর সাধারণ সম্পাদক ও চ্যানেল আইর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক ও পরিচালক অর্থ আশরাফ উদ্দিন আহমেদ, মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জুয়েল মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর