সোমবার, ১৬ মে, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরায় সাউথ এশিয়ান ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ফেস্ট ৭ রমজান শুরু

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরে ফ্যাশন সচেতনদের নতুন রূপে সাজানোর পাশাপাশি দেশীয় বাজারে আন্তর্জাতিক মানের পণ্য কেনার সুযোগ করে দিতে ৭ রমজান শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ‘বাংলাদেশ সাউথ এশিয়ান লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন ফেস্ট ২০১৬’। আধুনিক ঢাকার প্রাণকেন্দ্র কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-২ (আইসিসিবি)-এর পুষ্পগুচ্ছে এই মেলা চলবে ২৫ রমজান পর্যন্ত। আইসিসিবির আয়োজনে শুরু হতে যাওয়া এই ফেস্টে  দেশের নামকরা ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি মেলায় থাকবে ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ সাউথ এশিয়ার দেশগুলোর নামিদামি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। এই মেলায় আগত দর্শনার্থীরা একই ছাদের নিচে মনোরম পরিবেশে বাহারি পোশাক কেনার সুযোগ পাবেন। পোশাক, কসমেটিক, স্পা, বিউটি পার্লার, খাবারের দোকান, গিফট শপ, সেলফোন, ব্যাগ ও জুতা, বুটিক হাউসসহ ঘর সাজানোর সব ধরনের পণ্যের স্টল থাকবে এই ফেস্টে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম অব্যাহত থাকবে। গতকাল সকালে আইসিসিবির সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই ফেস্টে প্রতিদিন দুজন করে সেলিব্রেটি থাকবেন। আর ফেস্টে আগতরা সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তোলা ও আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। দেশের পাশাপাশি কলকাতা, মুম্বাই ও থাইল্যান্ডের ডিজাইনারদের পোশাক থাকবে এই ফেস্টে। এই ফেস্টের ইভেন্ট পার্টনার মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন্স এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক কালের কণ্ঠ, বাংলানিউজ২৪.কম, ডেইলি সান ও আরটিভি।

সর্বশেষ খবর