মঙ্গলবার, ১৭ মে, ২০১৬ ০০:০০ টা

বিটিভির সংকটাপন্ন অবস্থার জন্য অর্থ মন্ত্রণালয় দায়ী

সংসদীয় কমিটিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কমিটির সুপারিশ সত্ত্বেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দিয়ে, জনবল নিয়োগের অনুমোদন না দিয়ে, শিল্পী সম্মানী বৃদ্ধি না করে বিটিভির অনুষ্ঠানের মানসহ বর্তমান সংকটাপন্ন অবস্থায় ঠেলে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি বাংলাদেশ বেতারের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহাপরিচালকের পদসহ অন্যান্য পদ উন্নীতকরণ, শিল্পী সম্মানী বৃদ্ধি এবং স্থায়ী শিল্পীদের পেনশনের আওতায় নেওয়ার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। সংকটের দ্রুত সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। সংসদ ভবনে গতকাল তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ, মৃনাল কান্তি দাস এবং সাইমুম সরওয়ার কমল অংশ নেন। তথ্য সচিব মরতুজা আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে বিটিভির বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানো, নতুন পদ সৃষ্টি করে জনবল সংকট নিরসন ও শিল্পী সম্মানী ভাতা বৃদ্ধিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের ধীর গতির জন্য ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। কমিটি জনবল নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অগ্রাধিকার প্রদানের সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর