বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

হজযাত্রী নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে গত সোমবার নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও গতকাল অপারেশন শুরু করে আশকোনাস্থ পরিচালক হজ অফিস। এর আগে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন শুরু হয় ২৩ জানুয়ারি, যা শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। তবে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ মে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, পাসপোর্টের তথ্য ও মাহারামের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিতে যোগাযোগ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর