মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

তুরস্কে যেতে বাধা দেওয়ায় ক্ষতিপূরণ চেয়ে দুই আইনজীবীর রিট

নিজস্ব প্রতিবেদক

একটি সেমিনারে অংশ নিতে তুরস্কে যেতে বাধা দেওয়ায় ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিমকোর্টের দুই আইনজীবী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেওয়ার দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে ২২ মে রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। আবেদনকারী দুই আইনজীবী হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ব্যারিস্টার রুমিন ফারহানা। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে। আর তাজুল ইসলাম একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়েছেন।

সর্বশেষ খবর