শিরোনাম
বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ রাসায়নিকে রোগ নির্ণয় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে আট লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা করা এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। গতকাল র‌্যাব-৪-এর সিপিসি-৩ এবং স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত মিরপুরের ১০ নম্বরের বি ব্লকের আলোক হেলথ কেয়ার, হেলাল ডায়াগনস্টিক সেন্টার ও ৬ নম্বর সেকশনের আজমল হাসপাতালকে জরিমানা করা হয়।

সর্বশেষ খবর