বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬ ০০:০০ টা

ভাষাসৈনিক ইমান আলীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক ইমান আলীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

যশোরের ভাষা সৈনিক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মাস্টার ইমান আলীর আজ ৮ম মৃত্যু-বার্ষিকী। তিনি ১৯৩০ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মল্লিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে আজ সকাল ৯টায় তার কালিগঞ্জের সমাধিস্থলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া বিকাল ৪টায় যশোরের দড়াটানায় শহীদ চত্বরে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

ভাষা সৈনিক মাস্টার ইমান আলী ১৯৪৮ সালের ১১ ও ১২ মার্চ যশোরে ছাত্র ধর্মঘট, হরতাল এবং ১৪৪ ধারা ভঙ্গের নেতৃত্ব দেন। ১৩ মার্চ ধর্মঘট চলার সময় তাকে গ্রেফতার করা হয়। ১৯৪৮ সালে যশোরে প্রথম শহীদ মিনার নির্মাণে তিনি মূল ভূমিকা রাখেন। ইমান আলী একাধারে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক-প্রগতিশীল আন্দোলন এবং স্থানীয়ভাবে বিভিন্ন লড়াই-সংগ্রামের সংগঠক ছিলেন। শেষ জীবনে তিনি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর