শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা

ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা

বয়স্ক ডায়বেটিস রোগীর বেশির ভাগই কাঁধের ব্যথায় ভুগে থাকেন। যার মূল কারণ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস যা পরবর্তীতে কাঁধের জয়েন্টকে শক্ত করে ফেলে। যার ফলে ক্রমান্বয়ে রোগী হাত উপরে উঠাতে পারেন না। পিঠের দিকে নিতে পারেন না, জামা-কাপড় পরতে পারেন না, এমনকি মাথা আঁচড়াতেও পারেন না। এ অবস্থাকে মেডিকেল পরিভাষায় ফ্রোজেন সোল্ডার বলা হয়। এ রোগটি ডায়বেটিস আক্রান্ত ব্যক্তিদের বেশি হয়ে থাকে। সেহেতু ডায়বেটিস আক্রান্ত ব্যক্তিদের ব্যথানাশক ওষুধ যথাসম্ভব পরিহার করা উচিত। তবে মাংসপেশি রিলাক্স করার জন্য মাসল রিলাক্সেন জাতীয় ওষুধের প্রয়োজন পড়ে। পাশাপাশি রোগীর সমস্যা সমাধানে প্রয়োজন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা। এ রোগটি সঠিকভাবে চিকিৎসা না হলে রোগীর কাঁধের মাংসপেশি ক্রমান্বয়ে শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং কিছু মাংসপেশি শক্ত হয়ে যায়, ফলে এমন সময় রোগী হাত উঠাতেই পারে না। এমতাবস্থায় রোগী ও রোগীর পরিবারের লোকজন খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এই রোগের চিকিৎসায় কিছু ইলেকট্রোথেরাপিউটিক এজেন্ট যেমন-আল্ট্রাসাউন্ড থেরাপি, মাইক্রোওয়েভ ডায়াথেরাপি ও ম্যানুয়াল থেরাপির মধ্যে স্নোল্ডার মোবিলাইজেশন এক্সারসাইজ ও ম্যানুপুলেশন থেরাপি খুবই উপকারী। পাশাপাশি রোগীকে কিছু এক্সারসাইজ করতে হয়।

ডা. এম. ইয়াছিন আলী

চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

সর্বশেষ খবর