শনিবার, ২৮ মে, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনার পাঠানো ইলিশ পেয়ে মমতা খুব খুশি

কলকাতা সফরের আমন্ত্রণ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারগুলো পেয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। হাসিনা আসতে পারেননি; তিনি তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন সে দেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে। আমু আকাশপথে রওনা দিয়ে কলকাতায় পৌঁছান। সঙ্গে ছিল বাক্সভর্তি ২০ কেজি ইলিশ, মিষ্টান্ন, জামদানি শাড়ি ও আরও কিছু উপহার। উপহারগুলো রাতেই কালিঘাটের বাড়িতে মমতার হাতে তুলে দেন কলকাতার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। তাকে ধন্যবাদ জানান মমতা। রেড রোডে মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে আমুর সঙ্গে দেখা হয় মমতার। দুজনে শুভেচ্ছা বিনিময় করেন। মমতাকে আমু জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছেন।

অনুষ্ঠানে আসার জন্য আমুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানান মমতা। সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো ইলিশেরও তারিফ করেন মমতা। তিনি কলকাতা সফরের জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বশেষ খবর