সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

বিআরটিএতে কোনো দালালি চলবে না

—ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিআরটিএতে কোনো দালালি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে হঠাৎ বিআরটিএর মিরপুর অফিসে উপস্থিত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দালালি করতে রাজনৈতিক পরিচয় দিয়ে লাভ হবে না। জানা যায়, আকস্মিক পরিদর্শনের সময় ভুক্তভোগীরা মন্ত্রীর কাছে এসে অভিযোগ জানান। মন্ত্রী অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেন। একপর্যায়ে তিনি এক কর্মকর্তাকে ভর্ত্সনা করেন। পরিস্থিতি বেগতিক দেখে দালাল শ্রেণির লোকজন গা ঢাকা দেয়। মন্ত্রী বলেন, রাতারাতি পরিস্থিতির পরিবর্তন হবে না। কারণ বিআরটিএতে জনবল সংকট রয়েছে।

সর্বশেষ খবর