বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

বাজেট অধিবেশন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫টায়। একইসঙ্গে এ সংসদের একাদশ অধিবেশন এটি। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি ঠিক করা হবে। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার বাজেটের আকার হবে তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি।

এদিকে গতকাল সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ২৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। চিফ হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ২০১৬-২০১৭ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২৯৫ কোটি ২৬ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ২০১৫-২০১৬ অর্থ বছরের সংশোধিত বাজেটের অনুমোদন এবং ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর